ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

পুলিশের সঙ্গে হাজী সেলিমের নাটকীয় মুহূর্ত

২০২৫ মে ০৫ ১২:৩০:২০
পুলিশের সঙ্গে হাজী সেলিমের নাটকীয় মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকার ৭ নম্বর আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে।

সোমবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে হাজির করা হলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও চিল্লাচিল্লিতে জড়ান তিনি।

সকাল ১০টা ১০ মিনিটে হাজী সেলিমকে আদালতে আনা হয়। কাঠগড়ায় থাকা অবস্থায় একটি পত্রিকার পৃষ্ঠা হাতে রাখেন তিনি। পুলিশ সদস্য সেটি নিতে চাইলে তিনি উচ্চস্বরে চিৎকার করে ওঠেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। উপস্থিত আইনজীবীদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

শুনানি শেষে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। পরে তাকে হাজতখানার দিকে নেওয়ার সময়ও পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি।

এই সময় হাজী সেলিমের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। পুলিশকে লক্ষ্য করে আবারও উত্তপ্ত আচরণ করতে থাকেন তিনি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে