ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫
Sharenews24

জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হচ্ছে খুলনা পাওয়ার

২০২৫ মে ০৪ ১৫:৪৬:৫৫
জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হচ্ছে খুলনা পাওয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) বড় ধরনের সংকটে পড়েছে। দীর্ঘ সময়েও সরকার কোম্পানির দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার নতুন চুক্তি কার্যকর করেনি। এই পরিস্থিতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্দেশনা অনুযায়ী, কোম্পানিটি জাতীয় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির এক মূল্য সংবেদনশীল তথ্য বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনায় অবস্থিত ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি-২ এবং যশোরের নোয়াপাড়ায় অবস্থিত ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি নোয়াপাড়া প্ল্যান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) কয়েক বছর আগেই শেষ হয়ে যায়। কোম্পানির বারবার চেষ্টায় সরকার প্ল্যান্ট দুটি সচল করার অনুমতি দিলেও চুক্তিতে পূর্বের ক্যাপাসিটি চার্জের শর্ত বাদ দেওয়া হয়। নতুন চুক্তিতে বলা হয়, সরকারের প্রয়োজন হলে বিদ্যুৎ কেনা হবে এবং সে সময় দাম পরিশোধ করা হবে — অর্থাৎ 'নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট' ভিত্তিতে চলবে কেন্দ্র দুটি।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকার এ পর্যন্ত বিদ্যুৎ চাহিদা জানায়নি। ফলে কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির সুযোগ পায়নি। ২০২৪ সালের ২৪ মার্চ চুক্তির মেয়াদ শেষ হলেও চলতি বছরের এপ্রিল পর্যন্ত তা নবায়ন করা হয়নি।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে