ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে এনার ১৯০ গাড়ি জব্দের আদেশ

২০২৫ মে ০৪ ১৬:২৪:৪৮
যে কারণে এনার ১৯০ গাড়ি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার স্ত্রী মিসেস নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট কম্পানি/প্রতিষ্ঠানসমূহের নামে থাকা ১৯০টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে খন্দকার এনায়েত উল্লাহ, তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট কম্পানি/প্রতিষ্ঠানসমূহের নামে রেজিস্ট্রেশনযুক্ত যানবাহন/মোটরযানসমূহ জব্দ করার জন্য আবেদন করেন।

ওই আবেদনে করা হয়, খন্দকার এনায়েত উল্লাহের বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় অর্জনের অভিযোগটি অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে তাদের স্বার্থসংশ্লিষ্ট কম্পানি/প্রতিষ্ঠানসমূহের নামে রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন/মোটরযানসমূহের তথ্য পাওয়া যায়। এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন/মোটরযানসমূহ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেজিস্ট্রেশনযুক্ত যানবাহন মোটরযানসমূহ জব্দ করা আবশ্যক।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে