ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

পকেটে মোবাইল ফোন নিয়েই ব্যাটিংয়ে, অতঃপর…

২০২৫ মে ০৪ ১৯:৩৭:৫০
পকেটে মোবাইল ফোন নিয়েই ব্যাটিংয়ে, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম বা ডাগআউটেই মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। অথচ ইংলিশ কাউন্টি ক্রিকেট মোবাইল ফোন পকেটে নিয়েই ব্যাটিংয়ে নেমে পড়েছেন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি!

রানিং বিটুইন দ্য উইকেটের সময় তার পকেট থেকে মোবাইল পড়ে গেকলে বিষয়টি জানাজানি হয়। সে ঘটনার ভিডিও নেটিজেনদের হাস্যরসের উপাদান হলেও বেইলি বিপদেই পড়তে যাচ্ছেন। মোবাইল ফোন নিয়ে মাঠে নামার দায়ে শাস্তি হতে পারে তার।

ইংল্যান্ডের কাউন্টির ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি। ম্যাচের ১১৪তম ওভারের ঘটনা। জোশ শ-র করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছতেই আচমকাই তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায়!

এসময় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ‘ওর (বেইলি) পকেট থেকে কিছু একটা পড়ে গেছে... ওটা কি মোবাইল ফোন?!’

সঙ্গে সঙ্গেই আরেকজন মন্তব্য করেন, ‘না, এ হতে পারে না!’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বলটি ফিল্ডারদের কাছ থেকে ফেরত আসার সময় বোলার নিজেই মোবাইলটি কুড়িয়ে নেন। এরপর সেটা আম্পায়ারের হাতে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ম্যাচের ধারাভাষ্যকাররা তখন বলছিলেন, ‘এটা হয়তো রিপোর্ট পর্যন্ত গড়াতে পারে। একজন ব্যাটসম্যান মাঠে মোবাইল ফোন নিয়ে খেলছে, এটা তো নিয়মের বাইরে!

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে