ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫
Sharenews24

বিমা খাতে ১০ কোম্পানির ডিভিডেন্ড কমেছে

২০২৫ মে ০৪ ২২:৫৫:৩২
বিমা খাতে ১০ কোম্পানির ডিভিডেন্ড কমেছে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৮টি বিমা কোম্পানির মধ্যে ৩০টি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ৩০টি কোম্পানির মধ্যে ৫টির ডিভিডেন্ড বৃদ্ধি পেয়েছে, ১১টির কমেছে এবং ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ১৫টির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড কমে যাওয়া কোম্পানিগুলো হলো- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স।

ইস্টার্ন ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

এক্সপ্রেস ইন্সুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় এবছর কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায়এবছর কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ ১৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায়এবছর কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

প্রভাতী ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর ডিভিডেন্ড কমেছে ২.৫০ শতাংশ।

রিপাবলিক ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

প্রাইম ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তুলনায় কোম্পানিটির এবছর ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।

ডিভিডেন্ড অপরিবর্তিত বিমা খাতের ১৫ কোম্পানির

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে