ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিদেশে শিক্ষার্থী ও রোগীদের জন্য অর্থ পাঠানোর নতুন নীতিমালা জারি

২০২৫ মে ০৫ ০৬:১০:৪১
বিদেশে শিক্ষার্থী ও রোগীদের জন্য অর্থ পাঠানোর নতুন নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক: বিদেশে শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণসহ নির্দিষ্ট কিছু খাতে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজতর করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৪ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, অনুমোদিত ব্যাংকগুলো এখন থেকে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যপদ ফি, আইটি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার খরচ, ভিসা ফি, প্রশিক্ষণের নিবন্ধন ফি এবং চিকিৎসা খাতে বৈদেশিক অর্থ পাঠাতে পারবে।

এর আগে এসব লেনদেন কেবলমাত্র ব্যাংকের নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে সীমিত পরিসরে করা যেত। নতুন নির্দেশনার ফলে এই সুযোগ বিস্তৃত হয়েছে, যা গ্রাহকদের জন্য বৈদেশিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্মকে একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা বৈধ পথে অর্থ পাঠানোকে উৎসাহিত করবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করবে।

বিষয়টি নিয়ে খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বৈধ লেনদেনের সুযোগ বাড়াবে। একই সঙ্গে প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রবাহ আরও জোরদার হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর নতুন অর্থনৈতিক নীতিমালার অংশ হিসেবে ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধাপে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক লেনদেনের নীতিমালায় এই শিথিলতাও সেই ধারাবাহিকতার অংশ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে