ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

ব্ল্যাকআউট মহড়ায় ভারত, পাল্টা প্রস্তুতিতে পাকিস্তান

২০২৫ মে ০৫ ০৭:১০:৫৬
ব্ল্যাকআউট মহড়ায় ভারত, পাল্টা প্রস্তুতিতে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে, অন্যদিকে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সম্ভাব্য হামলার আশঙ্কায় গমের আটা মজুত করা শুরু হয়েছে।

রোববার (৪ মে) রাতে ফিরোজপুর সেনানিবাস এলাকায় আধঘণ্টার জন্য সব আলো বন্ধ রেখে যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়। সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক এবং স্টেশন সদর দপ্তরের কাছে এই মহড়া সফল করতে ‘সমর্থন ও সহযোগিতা’ চেয়েছিলেন। পিএসপিসিএলকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘চলমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য।’ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকসহ ব্যাটারিচালিত রিকশায় শহরে ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, ভারতের সঙ্গে টান টান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অরক্ষিত এলাকাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় গমের আটা মজুত করতে শুরু করেছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের খাদ্য দপ্তর। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় এলওসি-সংলগ্ন এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় অন্তত দুই মাসের জন্য এই আটা মজুত করা হচ্ছে।

এজেকের খাদ্য দপ্তরের প্রধান চৌধুরী আকবর ইব্রাহিম জানান, বোমাবর্ষণ কিংবা সামরিক অভিযানের আশঙ্কা আছে এমন জায়গা থেকে খাদ্যভান্ডার তুলনামূলক নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে শীতের সময় এবং ভারতের গোলাবর্ষণ শুরু হলে যে সকল এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, সেই সব এলাকার অধিবাসীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

গত মাসের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দুই দেশকে আবারও যুদ্ধের মুখোমুখি করতে পারে।

কাশ্মীরের ইতিহাস অত্যন্ত সংঘাতপূর্ণ। ভারত ও পাকিস্তান—উভয় দেশই পুরো অঞ্চলের মালিকানা দাবি করে, তবে শাসন করে আংশিকভাবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া অতীতের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতির ‘চাপ’ দ্বারাও প্রভাবিত হবে। তাই ভারত যে পথই বেছে নিক না কেন এবং পাকিস্তান যেভাবেই সাড়া দিক না কেন, প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে