ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এশিয়াটিকের ইরেশ যাকেরকে নিয়ে তোলপাড়

২০২৫ মে ০৪ ১২:১৭:৩২
এশিয়াটিকের ইরেশ যাকেরকে নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বিজ্ঞাপন প্রতিষ্ঠান এশিয়াটিক থ্রিসিক্সটি এবং এর পরিচালক ইরেশ যাকের সম্প্রতি এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ ও একটি হত্যা মামলায় নাম অন্তর্ভুক্তির পর, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে— এটি একটি ‘পরিকল্পিত ষড়যন্ত্র।’

ইরেশ যাকেরকে জড়িয়ে একটি পুরনো আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় একাধিক সাক্ষী সংবাদমাধ্যমে বলেছেন, তারা কীসের সাক্ষী হয়েছেন তাও জানেন না। মামলার দ্বিতীয় সাক্ষী সাইফুল ইসলাম বলেন, “একজন নাম দিতে বলেছিল, তাই দিয়েছি।”

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম এই মামলা নিয়ে বলেন, “ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। এতে মনে হচ্ছে সবাইকে কোনও না কোনওভাবে জড়ানো হচ্ছে।”

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে এশিয়াটিক ও এর সঙ্গে যুক্ত ১৭টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি ছিল ‘হঠাৎ, পূর্ব সতর্কতা ছাড়া ও অস্বাভাবিক’।

প্রতিষ্ঠানটির চেয়ারপারসন সারা যাকের এক বিবৃতিতে বলেন, “৫ আগস্ট থেকে ধারাবাহিকভাবে একাধিক পক্ষ উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালিয়ে যাচ্ছে। এখন হত্যামামলা ও হিসাব জব্দ, সবই তার অংশ।”

সোশ্যাল মিডিয়ায় একদিকে ‘মনোপলি’, ‘সরকারঘনিষ্ঠ ব্যবসা’ ইত্যাদি অভিযোগ; অন্যদিকে ইরেশ যাকেরের পক্ষে অনেকে লিখেছেন, “একটি প্রতিষ্ঠানের সফলতাকে ধ্বংস করতে হত্যা মামলা পর্যন্ত ঠেলে দেওয়া হচ্ছে।”

সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডা. আব্দুন নূর তুষার বলেন, “কোম্পানি আর ব্যক্তি—দুটিকে এক করে অপপ্রচার চালানো অন্যায়।”

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “ইরেশকে চিনি। তাকে হত্যা মামলায় জড়ানো সত্যিই উদ্বেগজনক।”

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “যে কেউ মামলা করতে পারে, তবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা তদন্ত করে দেখা দরকার।”

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, “আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে, কিন্তু তদন্ত চলছে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।”

এশিয়াটিক ও ইরেশ যাকের এই পরিস্থিতিতে নিজেদের নির্দোষ দাবি করছেন, তবে প্রতিপক্ষের প্রচার ও প্রশাসনিক পদক্ষেপ বিষয়টিকে জটিল করে তুলেছে। এখন সবদিক নজরে রেখেই তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা এই বিতর্কের মোড় ঠিক করবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে