ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

নিজেকে পোপ বানালেন ট্রাম্প, ভাইরাল ছবি ঘিরে হইচই

২০২৫ মে ০৩ ১৫:০৫:০৪
নিজেকে পোপ বানালেন ট্রাম্প, ভাইরাল ছবি ঘিরে হইচই

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। এবার তিনি নিজেকে ‘পরবর্তী পোপ’ হিসেবে কল্পনা করে পোপের পোশাকে নিজের একটি এআই-নির্মিত ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।

সাদা রাজকীয় পোশাক, সোনালি ক্রুশযুক্ত দুল, পোপদের মিটার টুপি—সবকিছুতেই সজ্জিত এই ছবি দেখতে অনেকটা বাস্তবের মতোই লাগছে। তবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি সম্পূর্ণ কাল্পনিক ছবি।

ট্রাম্প ছবিটি পোস্ট করার সময় কোনও ব্যঙ্গাত্মক বা বিদ্রুপমূলক ক্যাপশন না দিলেও, কয়েকদিন আগেই তিনি সাংবাদিকদের সঙ্গে এক হাস্যরসাত্মক আলোচনায় বলেছিলেন, “আমি চাইবো পরবর্তী পোপ হতে, এটিই হবে আমার এক নম্বর পছন্দ।”

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে প্রয়াত হন বর্তমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এলেও, একই সঙ্গে আলোচনায় আসে কে হবেন তার উত্তরসূরি।

এই প্রেক্ষাপটেই ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “আপনি কাকে পরবর্তী পোপ হিসেবে দেখতে চান?”উত্তরে ট্রাম্প রসিকতা করে নিজের নাম বলার পর বলেন, “আসলে আমার নির্দিষ্ট পছন্দ নেই। তবে আমাদের একজন কার্ডিনাল আছেন—তিনি খুব ভালো। দেখা যাক কী হয়।”

ট্রাম্প মূলত কার্ডিনাল টিমোথি ডোলান-এর কথা বলেছেন, যিনি নিউ ইয়র্কের আর্চবিশপ। তবে ভ্যাটিকানে পোপ নির্বাচন প্রক্রিয়ায় ডোলানের নাম বিশেষভাবে আলোচনায় নেই।

পুনর্নির্বাচনের পর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে গত সপ্তাহেই পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ভ্যাটিকান যান ট্রাম্প।

এই সফরের পরে নিজেকে ‘পোপ প্রার্থী’ হিসেবে কল্পনা করা ছবি পোস্ট করায় তা আরও বেশি নজর কাড়ে।

ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নিছক ব্যঙ্গরস মনে করলেও, অনেকেই ট্রাম্পের ব্যক্তিত্বকে ঘিরে থাকা বিতর্কিত দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখছেন।

এআই দিয়ে তৈরি এই ছবি আরও একবার প্রমাণ করল যে প্রযুক্তির ব্যবহারে রাজনৈতিক নেতারা কীভাবে জনমতকে প্রভাবিত করতে বা মজা করতে পারেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে