ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

“ভারতের রাজ্য দখল” নিয়ে মুখ খুললো সরকার

২০২৫ মে ০১ ১৭:২৫:৪১
“ভারতের রাজ্য দখল” নিয়ে মুখ খুললো সরকার

নিজস্ব প্রতিবেদক: বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য দখলের বিষয়ে দেওয়া মন্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (৩০ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই রকম সম্মান প্রত্যাশা করে।”

এর আগে মেজর জেনারেল (অব.) ফজলুর রহমান তার নিজস্ব ফেসবুক পেজে লেখেন, “ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেওয়া। এই বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন।”

সরকারের অবস্থান পরিষ্কার করে প্রেস সচিব আরও বলেন, “বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমানের এই মন্তব্য তার একান্ত ব্যক্তিগত অভিমত। বর্তমান সরকার এর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং তা সমর্থনও করে না।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফজলুর রহমানের ব্যক্তিগত মতকে সরকারের অবস্থান হিসেবে গণ্য না করার জন্য সবাইকে অনুরোধ করছি।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে