ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

পুলিশকে দেখে পালাতে গিয়ে আওয়ামী.লীগ নেতার মৃত্যু

২০২৫ মে ০১ ১৬:৩৫:২৭
পুলিশকে দেখে পালাতে গিয়ে আওয়ামী.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) পুলিশের উপস্থিতি দেখে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনা বুধবার (৩০ এপ্রিল) রাত ১০টা নাগাদ রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় ঘটে। কামাল হোসেন রাসিকের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি ৫ আগস্টের পর বিলুপ্ত পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জানা যায়, তিনি একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। তবে আওয়ামী লীগে তার কোনো পদ-পদবী ছিল না।

পুলিশ ও পরিবারের সদস্যরা ধারণা করছেন, তার বিরুদ্ধে চারটি মামলা থাকার কারণে তিনি পুলিশকে দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করছিলেন, যার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল জানিয়েছেন, বুধবার রাতে পুলিশ দাসপুকুর এলাকায় উপস্থিত হলে, তার বাবা পুলিশ দেখেই তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। সেই সময় সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ দাসপুকুর এলাকায় ছিল, তবে তারা কামাল হোসেনকে ধরতে আসেনি, তারা অন্য কাজে গিয়েছিল। পুলিশ দেখে পালানোর সময় হার্ট অ্যাটাকের কারণে কামাল হোসেন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃতদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে এবং তারা দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে