ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

বস্তায় আদা চাষ করে স্বল্প পুঁজিতে লাখ টাকা আয়

২০২৫ এপ্রিল ৩০ ১৫:৩৩:০১
বস্তায় আদা চাষ করে স্বল্প পুঁজিতে লাখ টাকা আয়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের বাদেকল্পা এলাকায় পরীক্ষামূলকভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহায়তায় ও তত্ত্বাবধানে পরিত্যক্ত ছায়াযুক্ত জমিতে ১ হাজার বস্তায় আদা চাষ করা হচ্ছে। কৃষকদের দাবি, মাত্র ৪০ হাজার টাকা পুঁজিতে শুরু করা এ প্রকল্প থেকে প্রায় আড়াই লাখ টাকা আয় সম্ভব।

বসতবাড়ির আঙিনা, ছাদ বা বারান্দায়ও এই পদ্ধতিতে সহজেই আদা চাষ করা যায়। বস্তার মাটি প্রস্তুত করতে মাটি, পচা গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, ছাই ও অল্প পরিমাণে রাসায়নিক সার মিশিয়ে ব্যবহার করা হয়। এতে কীটনাশক ও অতিরিক্ত সারের প্রয়োজন পড়ে না, ফলে খরচও অনেক কম।

স্থানীয় কৃষক জসীম উদ্দিনের বাড়িতে গড়ে ওঠা প্রকল্পটি দেখে আগ্রহী হয়ে উঠেছেন অন্যান্য চাষিরাও। তিনি জানান, "আমার বাড়ির ছায়াযুক্ত পরিত্যক্ত জায়গায় এ চাষ করছি। এখন এলাকার অনেকেই নিজেদের বাড়ির ছাদ ও বারান্দায় বস্তা নিয়ে চাষ শুরু করেছেন।"

প্রতিবেশী কৃষক আব্দুল মান্নান বলেন, "আদার বাজারদর কখনো কখনো ৩০০–৪০০ টাকা কেজি পর্যন্ত ওঠে। এখন বুঝছি, এমনভাবে চাষ করে বছরের লাখ টাকা আয় সম্ভব।"

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন বলেন, “আদা একটি মূল্যবান ভেষজ মসলা। বস্তায় আদা চাষে খরচ কম, রোগবালাই কম এবং পরিচর্যা সহজ হওয়ায় এটি বিশেষভাবে লাভজনক। বিশেষ করে গৃহিণী ও বেকার যুবকদের জন্য এটি উপযুক্ত পদ্ধতি।”

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী জানান, “বস্তায় আদা চাষে জমি তৈরি, আগাছা পরিষ্কার, রোগবালাই নিয়ন্ত্রণ সহজ। প্রতি বস্তা থেকে ১ থেকে দেড় কেজি আদা উৎপাদন সম্ভব। ফলে বছরে একজন কৃষক অতিরিক্ত ১–২ লাখ টাকা আয় করতে পারেন।”

কৃষি অফিস আশা করছে, এই মডেল আরও সম্প্রসারিত হলে শহর ও গ্রাম উভয় পর্যায়ে ছোট পরিসরে কৃষির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে