ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

আরও কঠিন পরিস্থিতির মুখে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা 

২০২৫ এপ্রিল ৩০ ১৫:৩২:৪৭
আরও কঠিন পরিস্থিতির মুখে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে পতনের প্রবণতা অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। প্রতিদিন সূচক ও শেয়ারের দরপতনের ফলে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের পুঁজি দিন দিন চরমভাবে সংকুচিত হচ্ছে। বাজারে কোনো কার্যকর ইতিবাচক পদক্ষেপ চোখে না পড়ায় ক্ষতির এই ধারাকে অনেকেই 'রক্তক্ষরণ' হিসেবে আখ্যা দিচ্ছেন।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একের পর এক নীতিগত পদক্ষেপ গ্রহণ করলেও তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না। বরং সংস্থাটির অভ্যন্তরে ২২ জন কর্মকর্তাকে বরখাস্ত এবং একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা—এসব ঘটনায় বিনিয়োগকারীদের আস্থায় আরও ধস নেমেছে।

বিনিয়োগকারীরা বলছেন, বাজারে তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অনীহা, দুর্বল কোম্পানিগুলোর লেনদেন এবং অব্যবস্থাপনার কারণে সাধারণ বিনিয়োগকারীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন। প্রতিদিন সূচক পতনের খবরই যেন এখন নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বাজারের নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট মহলের প্রতি বিনিয়োগকারীদের একটি সরল দাবি হলো—তাদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা এবং আস্থা ফিরিয়ে আনতে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (৩০ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ১৭.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ০.২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯১ কোটি ৭ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৭৬টির এবং পরিবর্তন হয়নি ৬২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৪১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৯ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০৫ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ৩০.৫৭ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে