ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

এনসিপির দায়িত্বে মহিলা আ.লীগ সভাপতির মেয়ে

২০২৫ মে ০১ ১৫:৫৫:২৪
এনসিপির দায়িত্বে মহিলা আ.লীগ সভাপতির মেয়ে

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। ২৯ এপ্রিল, মঙ্গলবার, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আক্তার হোসেনের যৌথ সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে মো. আব্দির রহমান এবং সংগঠক হিসেবে মো. রাকিব হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার দুটি করে ব্যক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। সৈয়দা নীলিমা দোলা ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে এবং জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসিরের ভাগনি।

২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে মাস্টার্স সম্পন্ন করা সৈয়দা নীলিমা দোলা কিছুদিন একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করেন এবং বর্তমানে 'সিনে কার্টেল' নামে একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।

এ বিষয়ে সৈয়দা নীলিমা দোলা জানিয়েছেন, "আমার পরিবার আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত হলেও আমি ১০ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম।" তিনি আরও বলেন, "নাগরিক কমিটির সদস্য হতে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে কোনো বাধা থাকতে পারে না, কারণ আমি সঠিকভাবে যাচাই-বাছাই করার পরই এই পদ পেয়েছি।"

তবে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সোহেল রানা এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বলেন, "তার (নীলিমা) পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং তার মা-মামার কর্মকাণ্ডের কারণে এমন সিদ্ধান্ত নিয়ে আমরা অবাক।"

এ পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করে সোহেল রানা বলেন, "এই ধরনের দায়িত্ব দেওয়ার আগে আরও যাচাই-বাছাই করা উচিত ছিল, তা হলে এমন বিতর্কের সৃষ্টি হতো না।"

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে