ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

২০২৫ এপ্রিল ১৯ ১২:৩৩:১২
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

নিজস্ব প্রতিবেদক: নতুন করে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংস্থাটি ঘোষণা দিয়েছে, এখন থেকে ৫০০ টাকার মাসিক প্যাকেজে ইন্টারনেটের গতি হবে ন্যূনতম ১০ এমবিপিএস (Mbps)। এর আগে একই মূল্যে গ্রাহকরা ৫ এমবিপিএস গতি পেতেন।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) এক ঘোষণায় আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক জানান, আজ থেকেই এই নতুন গতি কার্যকর হয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই এই গতি ২০ এমবিপিএসে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে নেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারে আরও গতি আনবে এবং ডিজিটাল সেবার প্রসার ঘটাবে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে