ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস

২০২৫ এপ্রিল ০৭ ১০:২০:৪৫
সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস

নিজস্ব প্রতিবেদক: নতুন সপ্তাহের শুরুতেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর বৃহস্পতি ও শুক্রবারের ধারাবাহিকতায় আজও (৭ এপ্রিল ২০২৫) এই পতন অব্যাহত রয়েছে। সেই সঙ্গে, বিশ্ববাজারে তেলের দামও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার সঙ্কেত দেয়।

বিভিন্ন দেশের শেয়ারবাজারে আজ বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে, জাপানের নিক্কি ২২৫ সূচক ৬ দশমিক ৩% কমেছে, যা উল্লেখযোগ্য। এছাড়া, হংকংয়ের হ্যাং সেং সূচক ৯ দশমিক ৮% কমেছে। হংকংয়ের শেয়ারবাজারে নিবন্ধিত দুইটি গুরুত্বপূর্ণ ব্যাংক, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড এর শেয়ারও উল্লেখযোগ্য পতন দেখেছে।

তাছাড়া, তাইওয়ান এবং সিঙ্গাপুর এর শেয়ারবাজারেও পতন হয়েছে। তাইওয়ানে শেয়ারবাজারের সূচক প্রায় ১০% কমেছে, এবং সিঙ্গাপুরে পতন হয়েছে প্রায় ৮ দশমিক ৫%।

এশিয়ার শেয়ারবাজারে ধসের পাশাপাশি, বিশ্ববাজারে তেলের দামও কমেছে। ডব্লিউটিআই ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৩ ডলার এ নেমে এসেছে। তেলের দাম কমে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে এক নতুন অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

এই পতনের কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে দায়ী করা হচ্ছে। ট্রাম্প গত ২ এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে ১০% বেজলাইন শুল্ক আরোপ করেছেন এবং শুল্কের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। তিনি ৬০টি দেশকে লক্ষ্য করে পৃথকভাবে শুল্ক আরোপ করেছেন, যাতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্পের মতে, শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকার অর্থনীতি পুনরুজ্জীবিত হবে। কিন্তু তাঁর শুল্ক নীতির কারণে পৃথিবীজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে এবং শেয়ারবাজারে বড় ধস শুরু হয়েছে।

এ প্রসঙ্গে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমি শেয়ারবাজারের কী হবে, সেটা জানি না, কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী।" তিনি আরও বলেন, "আমি চাই না কোথাও কোনো শেয়ারবাজারে ধস নামুক বা ক্ষতি হোক, তবে কখনো কখনো কিছু বিষয় ঠিক করতে ওষুধ দিতে হয়, এবং আমি সেটাই করেছি।"

ট্রাম্প তাঁর শুল্ক নীতির পক্ষে একাধিক বার যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সরকারের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, "অন্য দেশগুলি আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে এবং আমাদের মূর্খ নেতৃত্ব তা মেনে নিয়েছে। আমি চাই আমেরিকা আবার 'মহান' হোক।"

বিশ্বব্যাপী শেয়ারবাজারের পতন এবং তেলের দাম কমার ফলে অনেক অর্থনৈতিক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট এর স্টক মার্কেট ফিউচার্স সূচকেও পতন দেখা যাচ্ছে, যা সেদিনের লেনদেনে বড় দরপতন নির্দেশ করছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনগুলোতে আরও বৃহৎ আর্থিক অস্থিরতা দেখা দিতে পারে।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে