ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যের পার্লামেন্টে টিউলিপের ‘মিথ্যাচার’

২০২৫ এপ্রিল ০৬ ১১:৪৭:২৮
যুক্তরাজ্যের পার্লামেন্টে টিউলিপের ‘মিথ্যাচার’

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে ‘মিথ্যাচার’ করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই অভিযোগটি বাংলাদেশে তার নামে থাকা একটি ফ্ল্যাট নিয়ে প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে ফ্ল্যাটের মালিকানা নিয়ে প্রশ্ন ওঠার পরই তিনি এই অভিযোগের মুখে পড়েছেন।

বর্তমানে দুর্নীতি বিরোধী কমিশন (দুদক) টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটটি জব্দ করেছে, যা মূল্য হিসেবে প্রায় ৬ লাখ পাউন্ড সমমূল্য। একইসাথে তার বিরুদ্ধে তদন্তও চলছে। তবে ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক দাবি করেছেন যে, তিনি কোনো অপরাধ বা মিথ্যাচার করেননি।

টিউলিপ জানিয়েছেন, ২০০২ সালে তার বাবা-মায়ের কাছ থেকে তিনি ফ্ল্যাটটি উপহার হিসেবে পেয়েছিলেন এবং ২০১৫ সালে এই ফ্ল্যাটটি তার বোন আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন। তার দাবি, ২০১৫ সালে ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পরই তিনি ফ্ল্যাটটি বোনের কাছে দিয়ে দেন।

ডেইলি মেইল প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টারে টিউলিপের সম্পদ সম্পর্কিত যে তথ্য আছে, তাতে ২০১৫ সালের জুন পর্যন্ত ফ্ল্যাটটি তার পরিবারের সদস্যের সাথে যৌথভাবে মালিকানাধীন ছিল। এরপর তিনি ফ্ল্যাটটি বোনের কাছে হস্তান্তর করেন। তবে গত সপ্তাহে ঢাকার সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানা গেছে যে, টিউলিপ সিদ্দিক এখনও ওই ফ্ল্যাটের মালিক, যা দুর্নীতি দমন কমিশন দাবি করেছে।

এদিকে, দুদক জানায় যে, ২০১৫ সালে টিউলিপ ফ্ল্যাটটি তার বোনের কাছে হস্তান্তর করার জন্য একটি হেবার মাধ্যমে চেষ্টা করেছিলেন। হেবা একটি ইসলামিক নথি, যার মাধ্যমে একজন সদস্য তার পরিবারের অন্য সদস্যকে কিছু দান করতে পারেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, সাব রেজিস্ট্রি অফিস ছাড়া এই ধরনের হেবা বৈধ নয়।

এছাড়া, দুদক আরও দাবি করেছে যে, টিউলিপ সিদ্দিকের হেবা নথিটি ‘ভুয়া’। যে ব্যারিস্টারের মাধ্যমে এটি সম্পন্ন করার দাবি করা হয়েছে, তিনি তার ইনভল্ভমেন্ট অস্বীকার করেছেন এবং তার স্বাক্ষরও জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে, ফ্ল্যাটটির প্রকৃত মালিক কে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে