ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

আওয়ামীপন্থী আট গ্রুপের পাচারকৃত অর্থ ফেরাতে উদ্যোগ

২০২৫ এপ্রিল ০৬ ১২:৪৭:১০
আওয়ামীপন্থী আট গ্রুপের পাচারকৃত অর্থ ফেরাতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামীপন্থী ৮ শিল্প-বাণিজ্য গ্রুপের বিরুদ্ধে ব্যাংক ঋণের নামে ব্যাপক অর্থ লোপাট ও রাজস্ব ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, সিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, ওরিয়ন গ্রুপ এবং আরামিট গ্রুপের বিরুদ্ধে পাচারকৃত অর্থের তথ্য পেয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, হংকং, স্লোভাকিয়া, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে এসব অর্থ পাচার ও বিনিয়োগের প্রমাণ পাওয়া গেছে। পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আটটি দেশের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ করেছেন, সরকারের টানা তিন মেয়াদে প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। তদন্তের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা, যেমন দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), এসব শিল্প-বাণিজ্য গ্রুপের জড়িত থাকার প্রমাণ পেয়েছে।

আওয়ামী লীগের আমলে অন্যতম সুবিধাভোগী সামিট গ্রুপের বিরুদ্ধে টেলিকম, বিদ্যুৎ ও বন্দর খাতে ব্যাপক অনিয়ম করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, এস আলম গ্রুপের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকার পাচারের অভিযোগ রয়েছে।

আর বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে যুক্তরাজ্যে ৮ কোটি ৩০ লক্ষ পাউন্ড এবং নাসা গ্রুপের বিরুদ্ধে ৬৭০ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এসেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বিদেশে পাঠানো অবৈধ অর্থ উদ্ধারের প্রচেষ্টা বাড়ানো হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে, যদিও তা খুবই কঠিন একটি কাজ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানও এ বিষয়ে একই মত প্রকাশ করেছেন।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে