ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

আগামী ৪৮ ঘণ্টার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

২০২৫ মার্চ ১৪ ১৪:২৭:৫৩
আগামী ৪৮ ঘণ্টার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর শুক্রবার সকালে এক বুলেটিনে জানায়, দেশের উত্তরপূর্বাঞ্চলে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেলেও, ৬টি জেলার ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী:

- সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

- দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

- তবে, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

- পরবর্তী ৪৮ ঘণ্টায় আকাশ মেঘলা হতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

- সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে, বর্ধিত ৫ দিনের শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে সাধারণ জনগণকে সতর্ক থাকতে এবং আবহাওয়া অনুযায়ী প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে