ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

২০ দফা দাবি নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২০২৫ মার্চ ১৪ ১০:৫৮:৫২
২০ দফা দাবি নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : তরুণদের শক্তিতে, আইনজীবীদের উদ্যোগে এবং বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনার জন্য "জনতার বাংলাদেশ পার্টি" আত্মপ্রকাশ করেছে। "তারুণ্যের শক্তিতে আইনজীবীদের উদ্যোগে- জনতার বাংলাদেশ পার্টি হোক নতুন বাংলাদেশ বিনির্মাণে" এই স্লোগানকে সামনে রেখে আজ ১৩ই মার্চ ২০২৫, ঢাকার জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে পার্টিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান, যিনি দলের সভাপতি, তার বক্তব্যে বলেন, "আজ জনতার বাংলাদেশ পার্টির জন্য একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিক বীজ রোপণ করা হলো, একদিন এটি পুরো দেশকে ফুলে ফুলে ছেয়ে ফেলবে।" তিনি বলেন, এই দলের মূল উদ্দেশ্য একটি সুস্থ, সুন্দর, মানবিক ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, "এই দেশ সকলের, কৃষকের, শ্রমিকের, ছাত্র-জনতার, শিক্ষক ও বুদ্ধিজীবীর। বাংলাদেশ হবে জনতার, কোন ফ্যাসিবাদের নয়।"

তিনি উল্লেখ করেন, "যখনই বাংলাদেশ রাজনৈতিক সংকটে পড়েছে, তখন ছাত্র-জনতা '৭১-এর চেতনা ফিরিয়ে দিতে জীবন দিয়েছে এবং ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করেছে। জনতার বাংলাদেশ পার্টি চায় জনতা, জনতা ও মহান আল্লাহর সন্তুষ্টি।"

দলটির ২০ দফা দাবি:

১. যানজট নিরসন।

২. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

৩. আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।

৪. কর্মসংস্থান সৃষ্টি।

৫. মাদকদ্রব্য নির্মূল করা।

৬. সুশিক্ষা বা নৈতিক শিক্ষার প্রসার।

৭. দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

৮. দুর্নীতি রোধ।

৯. মানবাধিকার সুরক্ষা ও নাগরিক হিসেবে সর্বোচ্চ জীবনযাপন করা।

১০. বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

১১. নিরাপদ বাসযোগ্য ভূমি।

১২. রাজনীতিতে টাকার প্রভাব ও পেশিশক্তি কমিয়ে মেধাবিদের অগ্রাধিকার।

১৩. মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

১৪. কৃষিকে উৎসাহিত করা বা কৃষি বিপ্লব ঘটানো।

১৫. ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সুস্থ মালিক সম্পর্ক বৃদ্ধি করা।

১৬. ইসলামি ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ৮ম শ্রেণি পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা।

১৭. জনসংখ্যাকে প্রকৃত মানব সম্পদে রূপান্তরিত করা।

১৮. দেশকে উৎপাদনমুখী করা।

১৯. প্রশাসনকে শক্ত করে স্বনির্ভর বাংলাদেশ গড়া। ২০. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা।

"এই অসুস্থ সমাজকে ৭ মাসে বদলে দেওয়া যায়। রাজনীতি হবে সৎ, মেধাবিদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, শিক্ষক ও আদর্শ ছাত্র নেতাদের জন্য।" তিনি বলেন, "আমরা যদি ক্ষমতায় যেতে পারি, প্রত্যেক পরিবারকে ধাপে ধাপে একটি করে ফ্ল্যাটের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ।"

"জনতার বাংলাদেশ পার্টি" দেশের মানুষের পাশে দাঁড়িয়ে, বিশেষ করে করোনা, বন্যা ও দুর্যোগকালীন সময়ে মানুষের সেবা করতে আগ্রহী। তারা রাজনীতিতে টাকার প্রভাবকে নির্মূল করতে চায় এবং যোগ্যতা ও সততার ভিত্তিতে দেশ পরিচালনার জন্য কাজ করবে।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে