ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

কাদেরের কল লিস্টে কেবল নায়িকা ও মডেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

২০২৫ মার্চ ১২ ১২:২৫:২৮
কাদেরের কল লিস্টে কেবল নায়িকা ও মডেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট ছাত্রজনতার দুর্বার গণআন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দলটির অনেক নেতা-কর্মী বিচারের মুখোমুখি হন। যাদের মধ্যে বেশিরভাগই এখন পলাতক। পলাতকদের তালিকায় অন্যতম নাম ছিল ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। এসব ছবি থেকে প্রকাশ পেত নায়িকাদের সঙ্গে তার নিবিড় সম্পর্কের নানা দিক।

তবে ক্ষমতার দাপটের কারণে এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে পারত না। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো নিয়ে সীমিত হলেও আলোচনা ও সমালোচনা চলত।

ওবায়দুল কাদের পলাতক হওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ ৫ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বর ট্র্যাক করলে দেখা যায়, ওইদিন দুপুর ২টা ৪২ মিনিটে তার লোকেশন মোহাম্মদপুরে ছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি কললিস্ট প্রকাশিত হয়েছে। ওই কললিস্ট অনুযায়ী, ৫ আগস্টের আগের এবং পরবর্তী দুই মাসে তিনি বেশ কয়েকটি নম্বরে যোগাযোগ করেছেন। যার মধ্যে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীও রয়েছেন। বিশেষ করে নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ মডেল নায়িকাদের নাম এসেছে। এছাড়া ময়মনসিংহের নেত্রী কবিতার সঙ্গেও তার যোগাযোগ ছিল।

আরেকটি বেসরকারি টেলিভিশন জানায়, ৫ আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবাসহ প্রয়াত নায়িকা মেঘলাকেও একাধিকবার ফোন করেছিলেন।

ওবায়দুল কাদেরের কললিস্টের সিডিআর কপির আংশিক একটি প্রকাশ করেছেন সাংবাদিক জাওয়ার। এরপর থেকে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় তার উপস্থিতি নিয়ে একাধিক খবর ছড়িয়ে পড়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গিয়ে কোথাও তার সন্ধান পায়নি। গুঞ্জন আছে, অন্যান্য নেতাদের মতো তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন।

তবে সম্প্রতি ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন এবং কললিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

মাহবুব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে