ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

রাজনীতিতে নতুন চমক, মহিলা নেত্রীদের সামনে আনল জামায়াত

২০২৫ মার্চ ১১ ২২:৫৮:২৩
রাজনীতিতে নতুন চমক, মহিলা নেত্রীদের সামনে আনল জামায়াত

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মহিলা নেতৃবৃন্দকে সামনে নিয়ে এসেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১১ মার্চ) জামায়াতের কেন্দ্রীয় অফিসে দলের মহিলা বিভাগের একটি টিম ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপহার সামগ্রী তুলে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি মূহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে। জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেইজেও এ সংক্রান্ত দুটি ছবি প্রকাশ করা হয়েছে।

এছাড়া, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন।

বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিক পরিবেশে একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আলোচনার মধ্যে ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা এবং ব্রিটেন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন।

আলোচনাকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে