ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত

২০২৫ মার্চ ১১ ২০:২৪:৪৪
শিক্ষার্থীদের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে এবং বন্ধের দিনে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিং ক্লাস নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই আদেশটি মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে এবং বন্ধের দিনে শ্রেণিকক্ষে বিভিন্ন অপ্রত্যাশিত কার্যক্রম যেমন প্রাইভেট পড়ানো ও কোচিং ক্লাস নেয়া হচ্ছে। এটি শিশুদের জন্য নিরাপত্তার হুমকি হতে পারে এবং এই ধরনের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য পরিপন্থী।

নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল, বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিং ক্লাস নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করা এবং বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। একই সাথে, এটি ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে। যদিও আদেশে সরাসরি এসব ঘটনা উল্লেখ করা হয়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে, এর উদ্দেশ্য শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা।

এছাড়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বর্তমানে দেশে শিশুদের প্রতি যৌন নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত। সেক্ষেত্রে শিশুদের বিদ্যালয়ে থাকার সুযোগ কমিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং তা অবশ্যই পালন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে