ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

বাংলাদেশের শেয়ারবাজারে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের আগ্রহ প্রকাশ 

২০২৫ মার্চ ১১ ১৯:১৯:৪১
বাংলাদেশের শেয়ারবাজারে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের আগ্রহ প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সাথে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) বিএসইসি ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎ-এ অংশগ্রহণ করেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ইউরাসেকারা, শ্রীলঙ্কার ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে এবং চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ।

এ সময় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ বিএসইসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শ্রীলঙ্কান বিনিয়োগকারীরা বাংলাদেশে শেয়ারবাজারে বিনিয়োগের এবং দেশের শেয়ারবাজারের বিভিন্ন অপারেশনাল ক্ষেত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, দুই পক্ষের মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন দিক এবং ভবিষ্যত সম্ভাবনাসমূহ নিয়ে আলোচনা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে