ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

রমজানে যে কারণে লোডশেডিং হবে না জানালেন বিদ্যুৎ উপদেষ্টা

২০২৫ মার্চ ০৩ ১২:৩০:২৭
রমজানে যে কারণে লোডশেডিং হবে না জানালেন বিদ্যুৎ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে কোনো লোডশেডিং না হওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং লোডশেডিং এড়াতে চারটি অতিরিক্ত কার্গো এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানি করা হচ্ছে।

তিনি ২ মার্চ, রোববার, রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, "আমরা আশা করছি, রমজান মাসে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না।" তিনি উল্লেখ করেন, এই সময় বিদ্যুৎ চাহিদা বেড়ে যায়, বিশেষ করে শীততাপ নিয়ন্ত্রণ এবং আলোকসজ্জার কারণে। এজন্য তিনি সকলকে বিদ্যুৎ ব্যবহারে সজাগ থাকার আহ্বান জানান।

এছাড়া তিনি বলেন, শীততাপ নিয়ন্ত্রণের জন্য এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, যা মালয়েশিয়াতেও এসির তাপমাত্রার আদর্শ পরিসর হিসেবে নির্ধারিত। তিনি বাড়ি ও শপিংমলে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় বন্ধ করার জন্য সকলকে সতর্ক করেন।

বিদ্যুৎ উপদেষ্টা আরও বলেন, গ্যাস চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি, বিদ্যুৎ চুরি রোধেও সুনির্দিষ্ট প্রমাণসাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার, যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে