ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঈদের ছুটি: ৬ দিনের বদলে যেভাবে পাবেন ৯ দিন

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০৮:৩৩:১১
ঈদের ছুটি: ৬ দিনের বদলে যেভাবে পাবেন ৯ দিন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৬ দিন ছুটির সুযোগ রয়েছে। তবে, যারা একটু বেশি ছুটি চান, তারা যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি 'ম্যানেজ' করতে পারেন, তবে তারা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।

সূত্রে জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ, সোমবার, দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। সে হিসাবেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরের জন্য পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়। এর আগে, ঈদুল ফিতরের জন্য ছুটি ছিল ৩ দিন। পরে ২১ অক্টোবর, জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই বছরের ছুটির দিনগুলো:

৩১ মার্চ (সোমবার): ঈদুল ফিতরের দিন, সাধারণ ছুটি।

২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার): সাপ্তাহিক ছুটি।

১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার): নির্বাহী আদেশে সরকারি ছুটি।

২৮ মার্চ (শুক্রবার): সাপ্তাহিক ছুটি।

এভাবে, সরকারি চাকরিজীবীরা মোট ৬ দিন ছুটি পাবেন।

৯ দিনের ছুটির সুযোগ: যদি কোনো সরকারি চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তিনি ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। কারণ ৩ এপ্রিলের পর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এতে তিনি মোট টানা ৯ দিন ছুটি পেতে পারেন।

এবারের ছুটির সময়সূচী সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুযোগ এনে দিয়েছে, যা অনেকেই তাদের পরিবার বা আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর জন্য কাজে লাগাতে পারবেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে