ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৮১ শাখার উদ্বোধন

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০৭:০০:১৮
রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৮১ শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র রাজশাহীতে ১৮১তম শাখা ‘কেশরহাট শাখার’ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে নতুন এ শাখার উদ্বোধন করেন।

নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সহায়তা এবং গ্রাহকদের আস্থার কারণে সোশ্যাল ইসলামী ব্যাংক আবারও ঘুরে দাঁড়িয়েছে। তিনি জানান, সুশাসন প্রতিষ্ঠা এবং শরীআহ বোর্ডের পুনর্গঠন করা হয়েছে, যার ফলে জনগণ সম্পূর্ণরূপে শরীআহ-ভিত্তিক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। তিনি বলেন, শরীআহ ভিত্তিক ব্যাংকিং হলো জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কল্যাণ।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম মন্তব্য করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক সংকট কাটিয়ে ইতিবাচক পথেই ফিরেছে এবং প্রান্তিক জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন শাখা খুললে এলাকার জনগণ উপকৃত হবে।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, এসআইবিএল একটি সুপরিচিত ব্যাংক হিসেবে গণ্য ছিল এবং দেশের সার্বিক বিপর্যয়ের মধ্যেও এটি স্ব-মহিমায় ফিরে আসার চেষ্টা করছে। তিনি তুলে ধরেন যে, বর্তমানে এসআইবিএলে আসা গ্রাহকরা খালি হাতে ফিরে যাচ্ছেন না এবং নতুন শাখার মাধ্যমে ব্যাংক গ্রাহকদের ভালবাসা ও আস্থায় ফেরছে।

সভাপতির বক্তৃতায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত জানান, সোশ্যাল ইসলামী ব্যাংক বর্তমানে কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরেছে। সব ধরনের বিল গ্রহণ, বিইএফটিএন, আরটিজিএস, ইন্টারনেট ব্যাংকিংসহ প্রতিটি সেবা চালু রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এলাকার ব্যবসায়ী এবং সকল স্তরের জনগণ ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করবেন।

মাশরুর/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে