ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’, যা জানাল প্রেস উইং

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩৪:১২
‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’, যা জানাল প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনকণ্ঠে ‘গত ৬৫ ঘণ্টা ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রেস উইংয়ের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, দৈনিক জনকণ্ঠে ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত খবরটি সঠিক নয়। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রকাশিত এই খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।

প্রেস উইং জানায়, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে