ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর নতুন পদক্ষেপ

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৭:৩৮:২৭
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য আজ (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথ বাহিনী পেট্রোলিং বা টহল বৃদ্ধি করবে। সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম আজ সাংবাদিকদের জানিয়েছেন যে, পুরো ঢাকা শহর এবং যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় অতিরিক্ত টহল দেওয়া হবে। তিনি বলেন, এই টহল যৌথভাবে পরিচালিত হবে, যেখানে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সবাই একসঙ্গে টহল দেবে।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হবে, এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং যে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা সহিংসতা রোধ করা।

শফিকুল আলম জানান, নিরাপত্তা বাহিনীর এই যৌথ অপারেশন জনগণের জন্য একটি সতর্ক সংকেত, যাতে তারা জানে যে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি চলছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে