ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের তীব্র প্রতিবাদ

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৯:১১:১২
শিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কেন্দ্রীয় কমিটি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছাত্রদল এই সংবাদ সম্মেলনের প্রতি নিন্দা জানিয়ে তাদের বক্তব্যে উল্লেখ করেছে, মধুর ক্যান্টিন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এমন একটি সংবাদ সম্মেলন আয়োজন স্বাধীনতার ইতিহাস ও শহীদদের প্রতি অসম্মানজনক।

শহীদ মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটে শহীদ হন, এবং তার এই শহীদত্বের সাথে জড়িত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ, যেটি পরবর্তীতে ইসলামী ছাত্রশিবির নামে পরিচিত হয়। ছাত্রদল বলছে, মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি অসম্মান, এবং এই ধরনের কার্যক্রম স্বাধীনতা বিরোধীদের সহযোগিতাকে উন্মোচন করে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, শহীদ মধুদার স্মৃতিতে এমন একটি সংগঠন উপস্থিতি তাদের জন্য অত্যন্ত ন্যক্কারজনক। তারা আরও বলেন, এই ঘটনার মাধ্যমে ইসলামী ছাত্রশিবির মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করছে, যা স্বাধীনতাবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে বিবেচিত।

ছাত্রদলের নেতারা দাবি করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন করা উচিত হয়নি।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে