ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রিকশা ও গাড়ি উল্টোপথে চললে এবার কড়া আইনানুগ ব্যবস্থা

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৭:৫৬:৩৪
রিকশা ও গাড়ি উল্টোপথে চললে এবার কড়া আইনানুগ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। ডিএমপি কমিশনারের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে রিকশা ও ব্যাটারিচালিত রিকশাগুলি অনেক সড়কে উল্টোপথে চলাচল করছে, এবং যাত্রীরা রিকশাচালকদের উল্টোপথে যেতে প্ররোচিত করছেন, যা সড়কে যানজট সৃষ্টি এবং দুর্ঘটনার কারণ হচ্ছে।

এছাড়া, ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলোতে অননুমোদিতভাবে রিকশা চলাচলের ঘটনা বেড়েছে, এবং যাত্রীরা রিকশাচালকদের অননুমোদিত সড়কে প্রবেশ করতে প্ররোচিত করছেন। ডিএমপি জানায়, এর ফলে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, এবং সড়ক দুর্ঘটনা বাড়ছে।

ডিএমপি আরও জানায়, এসব ঘটনায় অনেক সময় ট্রাফিক পুলিশ ও সহায়তাকারী গ্রুপ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হয়, যা সরকারের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া, মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশাগুলিও অনেক সড়কে উল্টোপথে চলাচল করছে, যার কারণে যানজট এবং দুর্ঘটনা বাড়ছে। এমনকি সরকারি গাড়ি এবং বিভিন্ন পেশাজীবী পরিচয় বহনকারী যানবাহনও উল্টোপথে চলাচল করে এবং পার্কিং করে সড়কে যানজট সৃষ্টি করছে।

ডিএমপি প্রশাসন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেছে যে, তারা যেন উল্টোপথে না চলেন এবং অননুমোদিত সড়কে প্রবেশ না করেন। একই সঙ্গে যাত্রীদেরকে উল্টোপথে বা অননুমোদিত সড়কে গাড়ি চালাতে প্ররোচিত না করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, ট্রাফিক পুলিশ বা সহায়তাকারী গ্রুপের সঙ্গে বাকবিতণ্ডা না করার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে যে, এই নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে