ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যাকাত দিয়ে অপরাধ কমাতে চায় সরকার

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৪:০০:২৮
যাকাত দিয়ে অপরাধ কমাতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের মানুষ এবার মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত দিতে পারবে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানের আলোকি সেন্টারে যাকাত ফেয়ারে তিনি এই তথ্য প্রকাশ করেন। ধর্ম উপদেষ্টা বলেন, "সমাজের অপরাধ দমনে যাকাতের কোন বিকল্প নেই।"

তিনি আরও বলেন, "সঠিকভাবে যাকাত আদায় করলে সমাজ থেকে অভাব দূর হবে এবং নানা অপরাধ প্রবণতা কমে আসবে।" এই অনুষ্ঠানে তিনি সেন্টার ফর যাকাত মেনেজমেন্টের যাকাত আহরণ ও বিতরণ উদ্যোগের প্রশংসা করেন।

ড. খালিদ হোসেন আরও জানান, যদি যাকাত সঠিকভাবে কার্যকরীভাবে পরিচালিত হয়, তবে দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন হবে। সেইসাথে, আইএমএফ-এর ঋণের প্রয়োজনীয়তা কমে যাবে, এমনটিও জানান তিনি।

এবারে, মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত দেওয়া সহজ হবে, যা সমাজের উন্নতি ও দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তার আশাবাদ।

এমসহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে