ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘তারেক রহমান আমার মনোনয়ন নিশ্চিত করেছেন’

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১১:৪০:১২
‘তারেক রহমান আমার মনোনয়ন নিশ্চিত করেছেন’

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-৪ আসনের নির্বাচনী সমাবেশে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার মনোনয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে কৃষকদলের আয়োজিত কৃষক সমাবেশে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফরিদপুর-৪ আসনে মনোনয়ন নিশ্চিত করেছেন।

বাবুল বলেন, "আমরা যে নেতার দলের সদস্য, সেই নেতার আদর্শে বিশ্বাসী। শহীদ জিয়াউর রহমানের মতো সোনা ফলানোর শপথ নিয়েছি। ফরিদপুর-৪ আসনকে বিএনপির দুর্গে পরিণত করবো, এবং এজন্য জনসাধারণের ঘরে ঘরে গিয়ে প্রচার চালাবো।"

এছাড়া, তিনি তার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, "তিনি কখনোই কর্মীদের ফেলে পালিয়ে যাননি, তার ত্যাগ এবং আদর্শকে অনুসরণ করে আমরা এগিয়ে চলবো।"

শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, "আমি কখনো পরাজিত হইনি, জনগণের ভালোবাসা নিয়ে আমি এই নির্বাচনে বিজয়ী হতে চাই।"

এই সমাবেশে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নয়াবা ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে