ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় আসছেন কুয়েট শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১০:১৪:২২
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় আসছেন কুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামের অপসারণসহ ৬ দফা দাবি নিয়ে ঢাকায় আসছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ৮০ জন শিক্ষার্থী দুটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তাদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল।

ঢাকায় রওয়ানা দেওয়ার আগে এক প্রেসব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এজন্য প্রধান উপদেস্টার সাথে দেখা করে তাদের দাবি জানাতে যাচ্ছেন। শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, অনলাইনে তাদের কার্যক্রম চলবে এবং বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক দাবি করছেন যে তারা মেনে নেওয়া হয়েছে, কিন্তু তা পুরোপুরি ভিত্তিহীন। তারা বলছেন, হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের বাদ দিয়ে অন্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তাদের দাবি, কুয়েটে সংঘটিত ঘটনায় অস্ত্রধারীদের নাম ও ছবি সবার সামনে থাকা সত্ত্বেও ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের মনে হচ্ছে, কুয়েট প্রশাসনের মধ্যে কিছু সমস্যা রয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে