ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

চার কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৫:৫০:৩০
চার কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ চার প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে প্রতিষ্ঠান চারটির শেয়ার ও ইউনিটে বড় বাই প্রেসার দেখা যায়। যার ফলে প্রতিষ্ঠানগুলো বিক্রেতা সংকটে পড়ে ডানে হল্টেড হয়ে যায়।

প্রতিষ্ঠান চারটি হলো-ইনটেক অনলাইন,শাইনপুকুর সিরামিকস, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসআলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

প্রতিষ্ঠান চারটির মধ্যে ইনটেক অনলাইন ও শাইনপুকুর সিরামিকের শেয়ার আগের দিন মঙ্গলবার নেতিবাচক প্রবণতায় ছিল।

অন্যদিকে, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসআলম কোল্ড রোল্ডের ইউনিট ও শেয়ার আগের দিনও ইতিবাচক অবস্থানে ছিল। এরমধ্যে এসআলম কোল্ড রোল্ড গত চারদিন যাবত টানা বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ ইনটেক অনলাইনের দাম বেড়েছে সর্বোচ্চ ৯.৮৬ শতাংশ ,শাইনপুকুর সিরামিকসের ৯.৮৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৬ শতাংশ এবং এসআলম কোল্ড রোল্ডের ৯.৩৭ শতাংশ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকস ও ইনটেক অনলাইনের। আর কম লেনদেন হয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসআলম কোল্ড রোল্ডের।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে