ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের নতুন চু‌ক্তি

২০২৫ ফেব্রুয়ারি ২০ ২২:৫২:১১
গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের নতুন চু‌ক্তি

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণফোন এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস দুই শীর্ষ প্রতিষ্ঠান একত্রে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই পার্টনারশিপের মূল লক্ষ্য হলো, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে গ্রাহকদের সেরা সেবা প্রদান, ব্যবসায়িক কার্যক্রমের উন্নতি, এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। চুক্তিতে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালি উপস্থিত ছিলেন। এ সময় গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ারের জাহেদীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কৌশলগত সহযোগিতার আওতায়, গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস অত্যাধুনিক ডিজিটাল সল্যুশনের সংমিশ্রণ করবে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরো কার্যকরী করে তুলবে এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এছাড়া, গ্রামীণফোনের 'আলো' আইওটি প্রোডাক্টস এবং মোবিলিটি সল্যুশনকে কাজে লাগানো হবে, যা শিল্পখাতের চাহিদা পূরণে সহায়ক হবে।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, "ওষুধ শিল্পে ডিজিটাল সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন প্রযুক্তির সহযোগিতায় আমরা কার্যক্রম আরো কার্যকর করতে পারব এবং গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সক্ষম হব।"

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, "এই অংশীদারিত্ব একটি ব্যবসায়িক চুক্তির চেয়ে অনেক বেশি। এটি আমাদের ভবিষ্যতের দিকে একসঙ্গে এগিয়ে যাওয়ার দৃঢ় পদক্ষেপ। আমরা প্রযুক্তির মাধ্যমে শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব।"

এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক, জেনফার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমান, রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু শাহরিয়ার জাহেদী, এবং গ্রামীণফোনের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার রওশন জাহান।

এই পার্টনারশিপ দুই প্রতিষ্ঠানকে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধিতে একটি বড় ধরনের ভূমিকা রাখবে।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে