ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশের বিরোধ সমাধানে ব্যর্থ ভারত-বাংলাদেশ বৈঠক

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৭:৩৬:৪০
বাংলাদেশের বিরোধ সমাধানে ব্যর্থ ভারত-বাংলাদেশ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দিল্লিতে অনুষ্ঠিত ৫৫তম ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর বৈঠকে দীর্ঘ আলোচনার পরও কোন স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। চার দিনব্যাপী বৈঠকে সীমান্তে কাঁটাতার নির্মাণ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিভিন্ন বিতর্ক উত্থাপন করা হলেও কোন সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে আপত্তি জানায়। ভারত পক্ষ প্রশ্ন তোলে সীমান্তে অনুপ্রবেশ এবং পাচারের বিষয়টি নিয়ে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এবং ভারতের পক্ষ থেকে বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী উপস্থিত ছিলেন। তারা জানান, আলোচনার মধ্যে বেশ কিছু বিষয় উঠে এসেছে এবং আগামীতে আরও আলোচনা হবে। তবে, বর্তমান সীমান্ত বিতর্কের কোনো সমাধান হয়নি।

ভারত সীমান্তে অনুপ্রবেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং অভিযোগ করেছে যে, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে। একই সঙ্গে অস্ত্রসহ পণ্য পাচারের বিষয়ও উত্থাপন করা হয়েছে। ভারতের পক্ষ থেকে সীমান্ত নিরাপত্তা বাড়ানোর জন্য সিঙ্গেল লাইন ফেন্স বা আধুনিক কাঁটাতারের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

বাংলাদেশ পক্ষ সীমান্তে কাঁটাতার লাগানোর বিষয়ে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতার নির্মাণ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাংলাদেশ এই বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে, বিশেষ করে মালদা অঞ্চলে এরকম কাঁটাতার নিয়ে ইতোমধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

ভারত তার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার প্রস্তাব দেয়। এছাড়া বাংলাদেশ থেকে বিএসএফ এবং ভারতের নাগরিকদের ওপর হামলার অভিযোগও উঠেছে।

বিজিবি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার জন্য বিভিন্ন প্রস্তাব দিয়েছে, যেমন আগরতলা সীমান্তে খালে জল পরিশোধন প্লান্ট স্থাপন এবং সীমান্তবর্তী নদীর জলবণ্টন বিষয়ে আলোচনা। তবে, এবারের বৈঠকে বড় এবং দীর্ঘস্থায়ী বিতর্কের কোনো সমাধান না পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে।

তপন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে