ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ‘জেড’ গ্রুপের ৮ শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৫:২৭:২৩
বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ‘জেড’ গ্রুপের ৮ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরির ৮ কোম্পানির শেয়ার ছিল বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায়। যার ফলে কোম্পানিগুলোর শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের দাম বৃদ্ধির শীর্ষ ১৪ কোম্পানির তালিকায় উঠে এসেছে।

কোম্পানিগুলো হলো-নিউলাইন ক্লোথিং, অ্যাপেলো ইস্পাত, নূরানী ডাইং, রিংশাইন টেক্সটাইল, রেনউইক যজেনশ্বর, তুংহাই নিটিং, ভিএফএস থ্রেড ও এমারেন্ড ওয়েল লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে নিউলাইন ক্লোথিং ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে। আগের সপ্তাহেও কোম্পানির দাম ঊর্ধ্বমূখী ধারায় ছিল। ফেব্রুয়ারির ১গ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দাম ৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়।

এরপর দাম বৃদ্ধির তালিকায় অ্যাপেলো ইস্পাত তৃতীয়, নূরানী ডাইং পঞ্চম, রিংশাইন টেক্সটাইল সপ্তম, রেনউইক যজেনশ্বর নবম, তুংহাই নিটিং দশম, ভিএফএস থ্রেড বারতম ও এমারেন্ড ওয়েল চৌদ্দতম স্থানে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর মধ্যে নিউলাইন ক্লোথিংয়ের দাম বেড়েছে ২৮.৭২ শতাংশ, অ্যাপেলো ইস্পাতের ২৩.৬৮ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৩.০৮ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ১৫ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ১২.৮৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১২.৫০ শতাংশ, ভিএফএস থ্রেডের ১০.৭১ শতাংশ এবং এমারেন্ড ওয়েলের ১০.৬২ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে