ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

২৪ বছর পর গ্রেফতার হলেন বিএনপির সেই আলোচিত নেতা

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১২:১১:০৯
২৪ বছর পর গ্রেফতার হলেন বিএনপির সেই আলোচিত নেতা

নিজস্ব প্রতিবেদক : ২০০১ সালে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিম, যিনি দীর্ঘ ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম সেলিম সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে এবং পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। ২০ বছর ধরে তিনি বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করছিলেন। ২০০১ সালে ফেনী সদর থানায় অস্ত্র আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বারইয়ারহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর সাইফুল ইসলাম সেলিমকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমিন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে