ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকায় ইতালি দূতাবাসের কর্মী গ্রেপ্তার: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১০:৫১:৩৬
ঢাকায় ইতালি দূতাবাসের কর্মী গ্রেপ্তার: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক : ভিসা সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাসের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ এবং অবৈধ ভিসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

প্রতিবেদনে জানা যায়, ইতালি যাওয়ার প্রলোভনে লিবিয়ায় পাচারসহ অবৈধভাবে ভিসা প্রদানকারী এই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কর্মী ঘুষের বিনিময়ে ভিসা প্রদান করতেন এবং এর মাধ্যমে পাচারের কাজও করতেন।

এছাড়া, বাংলাদেশে একটি রেস্তোরাঁ মালিকের নামও উঠে এসেছে এই কেলেঙ্কারিতে, যিনি অবৈধভাবে ভিসা বিক্রি করতেন। তিনি ঢাকায় ইতালি কন্সুলার অফিসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সহযোগিতা করতেন। এতে করে ভুয়া ডকুমেন্ট বা নকল কোম্পানির নাম ব্যবহার করে ভিসা প্রদানের সুযোগ তৈরি হয়েছিল।

রোমের অভিবাসন ডেস্কের কর্মকর্তারা তদন্তে প্রমাণ পেয়েছেন যে, এই দুর্নীতি চক্র ঢাকায় ইতালি দূতাবাসের মাধ্যমে চালানো হত এবং এটি দীর্ঘদিন ধরে চলছিল।

গত ১৯ ফেব্রুয়ারি, এই অভিযোগে ৫ জনকে আটক করা হয়, যার মধ্যে দু'জন সরকারি কর্মকর্তা গৃহবন্দি হয়েছেন এবং দুই বাংলাদেশিকে জেলে পাঠানো হয়েছে।

এ ঘটনা সামনে আসার পর ইতালি কর্তৃপক্ষ কর্তৃক একটি তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে