ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ট্রাম্পের এক মন্তব্যে তোলপাড় ভারতে

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৮:১৮:২৭
ট্রাম্পের এক মন্তব্যে তোলপাড় ভারতে

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলছেন, ‘‘কেন ভারতকে টাকা দেব আমরা?’’ এমন মন্তব্যের মাধ্যমে ট্রাম্প আমেরিকার বাইডেন প্রশাসনের দেওয়া ১৮২ কোটি টাকা (২ কোটি ১০ লাখ ডলার) অনুদান বাতিল করেছেন।

ট্রাম্পের দাবি, ‘‘ভারতের ভোটদানের হার বৃদ্ধি করতে এই অর্থ খরচ করা ছিল একটি রাজনৈতিক প্রচেষ্টা।’’ তিনি আরো বলেন, ‘‘আমার মনে হয়, কাউকে নির্বাচনে জেতানোর চেষ্টা করা হচ্ছিল, এবং আমরা ভারত সরকারকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি।’’

ভারতীয় রাজনৈতিক মহলে এই মন্তব্যটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাইডেন প্রশাসন ভারতীয় ভোটারদের বুথমুখী করতে ১৮২ কোটি টাকা অনুদান দিয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন সেটি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানালেও, এই অনুদান সম্পর্কে প্রশ্ন তুলেছেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর বিষয়টি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এবং আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।’’

এ ঘটনার পর, সারা বিশ্বের কূটনৈতিক মহলে এবং ভারতের রাজনীতিতেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তপন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে