ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধানের সতর্কবার্তা

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১২:১৭:২৭
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধানের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই কর্মকর্তাদের উপস্থিতি ভারতীয় সীমান্তের কাছে, বিশেষ করে শিলিগুড়ি সংলগ্ন বাংলাদেশ অংশে, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অপব্যবহৃত হতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল দ্বিবেদী বলেন, "যদি একটি নির্দিষ্ট দেশের কর্মকর্তারা আমাদের প্রতিবেশী দেশে অবস্থান নেন, এবং সেই দেশটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হয়, তবে আমি স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হব।" এর মাধ্যমে তিনি পাকিস্তানের উপস্থিতি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কা করছেন।

তিনি আরও বলেন, "আমরা চাই না, তারা ওই ভূখণ্ডকে অপব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক।"

ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে, সেনাপ্রধান বলেন, বাংলাদেশের প্রশাসন এবং সরকারের চরিত্র নির্ভর করবে সেই দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে। তবে তিনি দুই দেশের সামরিক সম্পর্ককে অত্যন্ত দৃঢ় বলে উল্লেখ করেন, যা দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক।

কাশ্মীর বিষয়েও সেনাপ্রধান পাকিস্তানের মনোভাব নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, "পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে অযথা সংগ্রাম করে আসছে এবং তারা এ বিষয়ে তাদের অবস্থান থেকে সরে আসবে না। পাকিস্তানের সংকট কেবল কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ভারতবিরোধী মনোভাবের একটি অংশ," বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি রবার্ট কাপলানের 'The Revenge of Geography' বইয়ের উদাহরণ টেনে বলেন, পাকিস্তান একমাত্র ভারতবিরোধী মনোভাবের মাধ্যমে নিজের জনগণকে একত্রিত রাখে।

জেনারেল দ্বিবেদী আরও জানান, পাকিস্তান কাশ্মীরের ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি রাজনৈতিক এবং সামরিক কৌশল গ্রহণ করছে, যা ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে। এর পাশাপাশি, বাংলাদেশে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতি ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং এটি ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

আমিন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে