ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১২:০০:০০
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক : শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিপ্লবী ছাত্র পরিষদসহ বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করেছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তবে, বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না যাওয়ার আহ্বান জানিয়ে ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তিনি জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তাকারী ছিলেন এবং বিভিন্ন বেআইনি কার্যক্রমকে অনুমোদন দিয়েছেন। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “চুপ্পুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো এক ধরনের ভণ্ডামী” এবং তার পদত্যাগ দাবি করেন।

বিপ্লবী ছাত্র পরিষদ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দেয়। এর পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিরা, যেমন উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

আমিন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে