ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৪:০৩:৩৪
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বটি অনুষ্ঠিত হবে নিজামুদ্দিন মারকাজ অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। আয়োজকদের পক্ষ থেকে বয়ান, নামাজ এবং আখেরি মোনাজাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সময়সূচি: - ফজর নামাজ: সকাল ৬টা

- জোহর নামাজ: দুপুর ২টা

- আসর নামাজ: বিকেল ৪টা ৩৫ মিনিট

- মাগরিব নামাজ: সূর্যাস্তের পর

- এশা নামাজ: বয়ান ও তাশকিলের ৩০ মিনিট পর

বিশেষ বয়ান:

প্রথম দিন (১৪ ফেব্রুয়ারি) বাদ ফজর, মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন) বয়ান করবেন। এছাড়া জুমার নামাজ বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আমবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

দ্বিতীয় দিন (১৫ ফেব্রুয়ারি):- বয়ান: মোরসালিন সাহেব (নিজামুদ্দিন) বাদ ফজর

- তালিম: মুফতি ইয়াকুব সাহেব (নিজামুদ্দিন) সকাল ৯টা ৩০ মিনিটে

তৃতীয় দিন (১৬ ফেব্রুয়ারি): - বয়ান: মুফতি রিয়াসাত সাহেব (নিজামুদ্দিন) বাদ ফজর

- আখেরি মোনাজাত: মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন)

ইজতেমায় আসা মুসল্লিদের জন্য পৃথক ভাষায় তালিমের ব্যবস্থা থাকবে এবং বয়ানের তরজমাকারীদের তালিকা চূড়ান্ত হবে।

আয়োজকদের মতে, এবারের ইজতেমা দেশবিদেশ থেকে আসা মুসল্লিদের দ্বারা জমজমাট হয়ে উঠবে।

সামান্তা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে