ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ট্রাম্পের সাথে বৈঠকের আগেই ‘খারাপ’ খবর পেলেন মোদি

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৩:১৬:১৯
ট্রাম্পের সাথে বৈঠকের আগেই ‘খারাপ’ খবর পেলেন মোদি

নিজস্ব প্রতিবেদক : দু'দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার সফরকে ঘিরে শঙ্কা সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি সম্পর্কে হুঁশিয়ারি।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি শীঘ্রই এমন একটি সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপরে চড়া শুল্ক ধার্য করা দেশগুলোর ওপর পাল্টা শুল্ক চাপানো হবে। ভারতের ওপর এই শুল্কের প্রভাব গভীর হতে পারে, যা মোদির সফরকে আরো বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

মোদির সফরের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের ক্যাবিনেটের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন এবং পরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এর আগে, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, তিনি খুব শীঘ্রই এই পাল্টা শুল্ক সিদ্ধান্ত ঘোষণা করবেন, যা যুক্তরাষ্ট্রের কর্মীদের লাভবান করবে এবং জাতীয় সুরক্ষা বাড়াবে।

এদিকে, ভারতের অনেকেই আশাবাদী যে, মোদির ট্রাম্পের সঙ্গে আলোচনা মতপার্থক্য দূর করতে সাহায্য করবে এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের কৌশলগত দিশা নির্ধারণে নতুন পথ দেখাবে।

সামান্তা/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে