ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

নবম শ্রেণিতে বিভাগ বিভাজন নিয়ে শিক্ষা উপদেষ্টার চাঞ্চল্যকর বক্তব্য

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:৫৭:৪৮
নবম শ্রেণিতে বিভাগ বিভাজন নিয়ে শিক্ষা উপদেষ্টার চাঞ্চল্যকর বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, নবম শ্রেণি থেকেই মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাকে আলাদা করা উচিত নয়। তিনি বলেন, এ বিভাজন শিক্ষার্থীদের জন্য উপকারী নয় এবং বর্তমান যুগে এমন বিভাজনের প্রয়োজনও নেই।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা একটি পরিবর্তনশীল জায়গায় আছি, যেখানে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন খুবই জরুরি। আমরা যদি ৯ম শ্রেণি থেকেই বিভাজন করি, তবে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরো কঠিন হবে। বর্তমানে শিক্ষার্থীদের প্রয়োজন একে অপরের সঙ্গে সমন্বিত হয়ে শিখা, যার মাধ্যমে তারা বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারবে।’

তিনি আরো বলেন, নবম শ্রেণি থেকে গণিতের মতো কঠিন বিষয়গুলো নিয়ে আগ্রহী শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে গিয়ে সেগুলো নিতে হলে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার ক্ষেত্রে যেসব ত্রুটিপূর্ণ ব্যবস্থা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান শিক্ষাক্রমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রয়োজন রয়েছে, যাতে ছাত্র-ছাত্রীরা আরও কার্যকরভাবে শেখার সুযোগ পায়।

তিনি বলেন, ‘‘একটি যুগান্তকারী শিক্ষাব্যবস্থা তৈরি করা প্রয়োজন, যা শিক্ষার্থীদের বিস্তৃত দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা অর্জনের সুযোগ দিতে পারে।’’ এসময় তিনি বিভিন্ন আধুনিক শিক্ষাব্যবস্থা এবং বিশ্বমানের শিক্ষাক্রম চালু করার ব্যাপারে গুরুত্ব দেন।

এই বক্তৃতাটি ছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-তে আয়োজিত একটি অনুষ্ঠানে, যেখানে বাংলার ম্যাথের উদ্যোগে "ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-২৪"-এ অংশ নেওয়া ২৭ জন শিক্ষার্থীর সাফল্য উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে উক্ত শিক্ষা উপদেষ্টা ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন, যারা গণিত শিক্ষার বিকাশে নিজেদের মতামত প্রদান করেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ এর আগে গণিত ও বিজ্ঞানের উচ্চতর বিষয়গুলো নবম শ্রেণি থেকেই শেখানো না হলে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছিলেন।

এসময় ‘গণিতের সংস্কৃতিকে দেশজুড়ে ছড়িয়ে দিতে হলে...’ শীর্ষক একটি প্যানেল আলোচনা আয়োজন করা হয়, যেখানে শিক্ষা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

সাহিদুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে