ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ভারতের হাইকমিশনারকে তলব বাংলাদেশের

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:৩৩:৪০
ভারতের হাইকমিশনারকে তলব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে, কেননা ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উসকানিমূলক ভাষণ দেওয়া এবং মিথ্যা ও বানোয়াট মন্তব্যের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে প্রতিবাদপত্র দিয়েছে এবং ভারত সরকারকে দ্রুত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে।

আজ (৬ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার এই ধরনের বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্মে দেয়া চলমান রয়েছে, যা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এর ফলে বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে এবং এটি দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

তাছাড়া, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বসে শেখ হাসিনার এই ধরনের উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে বলেছে, কারণ এটি দুটি দেশের মধ্যে বিরোধ এবং শত্রুতামূলক মনোভাব সৃষ্টি করতে পারে।

কেএইচ

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে