ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

যেসব বিশ্ববিদ্যালয়ে মুছে গেল শেখ মুজিব-হাসিনার নাম

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১১:৩৬:৪৩
যেসব বিশ্ববিদ্যালয়ে মুছে গেল শেখ মুজিব-হাসিনার নাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামাঙ্কিত স্থাপনার নাম পরিবর্তন এবং ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা সম্প্রতি শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে আসে। এই ঘটনাগুলো ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পর শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকেই এ আন্দোলন ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম সংশ্লিষ্ট স্থাপনার নাম পরিবর্তন, ম্যুরাল ভাঙচুর, ও এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ করা হয়েছে। এছাড়াও বিজয় ৭১ ও অমর একুশে হল থেকে শেখ হাসিনার নাম সরিয়ে দেওয়া হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং নামফলক ভেঙে ফেলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল অপসারণ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ও শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে ফেলা হয়েছে।

এ ঘটনাগুলো জুলাই গণ-অভ্যুত্থানর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পূর্তি উপলক্ষে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার পর শুরু হয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল, তারা কোনো স্বৈরাচারী শাসকের নাম ও প্রতীক শিক্ষাপ্রতিষ্ঠানে রাখতে দেবে না।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে