ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

অফিস ফাঁকির অভিযোগে ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৪:১১:৪১
অফিস ফাঁকির অভিযোগে ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তা ও কর্মচারীকে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগে শোকজ (কারণ দর্শানোর) নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসব কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, এবং প্রক্টর ড. ফেরদৌস রহমান রবিবার, ২ ফেব্রুয়ারি, বিভিন্ন দপ্তর পরিদর্শন করতে গিয়ে কিছু কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। যা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী ছিল।

শোকজ নোটিশ প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোছা. উম্মে ফারহানা চৌধুরী, উপ-রেজিস্ট্রার এ.টি.এম শহীদুল ইসলাম, সেকশন অফিসার সাকিনা আক্তার সীমা, সিনিয়র অফিস সহকারী সুফিয়া খাতুন, মোছা. সুমি বেগম, হিসাব রক্ষক নুর হোসেন শাহ, অফিস সহকারী মামুনুর রশীদ, এম.এল.এস.এস স্বপ্না দাস, ফারুক আহমেদ, এস এম শহীদুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানিয়েছেন, অফিসে সময়মতো উপস্থিত না থাকা কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে এবং তাদের শাস্তির জন্য কারণ দর্শানোর সুযোগ দেওয়া হচ্ছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে