ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১১:৪৯:০৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আজ (৫ ফেব্রুয়ারি) রাতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন, যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। কিন্তু তার ভাষণের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছবি ও ভিডিও প্রদর্শন করার উদ্যোগ নিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায় যে, শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে ভাষণ দেবেন, যখন দেশের ছাত্রদের ওপর গণহত্যা চালানো হয়েছে। তাদের দাবি, "গণহত্যা" চালানোর পর ছাত্রদের উদ্দেশে ভাষণ দেওয়ার ধৃষ্টতা দেখানো অত্যন্ত অস্বাভাবিক এবং এটি সরাসরি প্রতিবাদ জানাতে তারা ৫ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে দেশের বিভিন্ন জায়গায় জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে।

এছাড়া, ছাত্র আন্দোলনটি আহ্বান জানায় যে, বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ বুলেটিন প্রচার করা উচিত।

মিডিয়া ও সংবাদমাধ্যমগুলোকেও তারা হুঁশিয়ারি দিয়েছে, "যে সকল মিডিয়া হাসিনার ভাষণ প্রচারের দুঃসাহস দেখাবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।"

হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, এ বিষয়ে একটি পোস্টে জানিয়েছেন, "হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়াকে ভারতের যুদ্ধ হিসেবে দেখি, যা বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে।"

এভাবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ভাষণকে কেন্দ্র করে প্রতিবাদমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে